ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বগুড়ায় যুব-শ্রমিক লীগের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
বগুড়ায় যুব-শ্রমিক লীগের মানববন্ধন যুব-শ্রমিক লীগের মানববন্ধন। ছবি: আরিফ জাহান  

বগুড়া: ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে জেলা যুব-শ্রমিক লীগ।

সোমবার (২১ আগস্ট) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এর আয়োজন করা হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা যুব-শ্রমিক লীগের সভাপতি রাকিব উদ্দিন প্রামাণিক ফিজার, সহ-সভাপতি এমদাদুল হক এমদাদ, যুগ্ম সম্পাদক রাকিব মাসুদ, আলী আক্কাস, যুব-শ্রমিক লীগ নেতা হামিদুল ইসলাম, আলমগীর হোসেন, শফিকুল ইসলাম ও রফিকুল ইসলাম প্রমুখ।


 
বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ অনেক জাতীয় নেতা নিহত হন। ওই ঘটনায় মামলা হলেও আজও তার বিচার কাজ শেষ হয়নি। যে কারণে দোষীদের সাজাও হয়নি। তাই অবিলম্বে বিচার কাজ শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
এমবিএইচ/এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ