জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত দলীয় কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপুমনি।
আর বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম উপস্থিত থাকবেন।
দলীয় সূত্র জানায়, ওইদিন বিকেল ৩টায় শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে এ শোক মিছিল বের হবে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে টাউন হল মোড়ে গিয়ে শেষ হবে।
এ কর্মসূচি সফল করতে মঙ্গলবার (২২ আগস্ট) রাতে শহরের বাগমারায় জেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দলটির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা শওকত জাহান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খোকন, মহানগর যুবলীগ আহ্বায়ক মোহাম্মদ শাহীনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, সভায় বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের এবং জেলার অঙ্গ-সহযোগী সংগঠনকে শোক মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।
এ শোক মিছিলের মধ্যে দিয়ে দীর্ঘদিন পর ময়মনসিংহে বড় ধরনের শোডাউন করতে যাচ্ছে আওয়ামী লীগ।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এমএএএম/এমএ