দীর্ঘদিন যাবত পলাতক ওই ছাত্রলীগ নেতা বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, তাকে জিজ্ঞাসবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়েছে।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কলেজ ছাত্রীকে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতো আলমগীর ও তার সহযোগীরা। পরে চলতি বছরের ১১ জানুয়ারি সকালে আলমগীর সহযোগীরা সহ ওই ছাত্রীকে মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় গত ১৫ মে ধর্ষিতার বাবা বাদী হয়ে আলমগীরসহ ৩ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এমএএএম/ওএইচ/