মঙ্গলবার (২৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী আয়োজিত আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, রায়ের পর্যবেক্ষণে মুক্তিযুদ্ধের মাধ্যমে মীমাংসিত ও ৭২ এর সংবিধানে সন্নিবেশিত বিষয়গুলো বিতর্কিত করা হয়েছে।
বিচারপতি যখন বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলেন তখন বিএনপি তার পক্ষে সাফাই গাইছে। তিনি সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ ভঙ্গ করেছেন এমনকি তিনি দুদকে একজন প্রাক্তন বিচারপতির মামলার তদন্ত বন্ধে দুদকে চিঠি দিয়ে দুদক আইনে অপরাধ করেছেন। এজন্য আমরা তার পদত্যাগ চাইছি। জনগণ তাকে প্রধান বিচারপতির পদে দেখতে চায় না।
বিএনপির বক্তব্য উস্কানীমূলক জানিয়ে তিনি বলেন, গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ যে বক্তব্য দিয়েছেন তার মধ্য দিয়ে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানোর অপচেষ্টা চলছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিমল ঘোষ রঞ্জিতের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য কবি কাজী রোজী, বাংলাদেশ আওয়ামী লীগের সহ সভাপতি নাসিমা ফেরদোসী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট, ২৯
এএম/বিএস