ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

রায়পুরে রাস্তা মেরামত করলো ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
রায়পুরে রাস্তা মেরামত করলো ছাত্রলীগ রায়পুরে রাস্তা মেরামত করলো ছাত্রলীগ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: ঈদে ঘরমুখো মানুষের কথা চিন্তা করে চলাচল অনুপযোগী একটি রাস্তা মেরামত করলো লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রলীগ।

রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর বাশঁতলা-মুন্সিরহাট সড়কের সুফি সাহেব মসজিদ সংলগ্ন অংশটি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এতে দুভোর্গে পড়ে এলাকাবাসীসহ পথচারীরা।

এমন পরিস্থিতে রাস্তা মেরামতের উদ্যোগ নেয় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি।

বুধবার (৩০ আগস্ট) সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত রাস্তাটি মেরামত করে ফের চলাচলের উপযোগী করা হয়।

উপজেলা ছাত্রলীগের এমন উদ্যাগেকে দলীয় নেতাকর্মী, এলাকাবাসীসহ সচেতন মহল স্বাগত জানিয়েছেন।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়েছে দেশ ও মানবকল্যাণে কাজ করতে। তারই ধারাবাহিতায় রায়পুর উপজেলা ছাত্রলীগ রাস্তা মেরামত করে দুর্ভোগ লাগব করেছে, এমন উদ্যোগ সত্যিই প্রশংসিত। যারা ছাত্রলীগের দায়িত্বে আছে তারা প্রতিনিয়ত সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সঙ্গে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষে কল্যাণে নিজেদের বিলিয়ে দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ