অর্থমন্ত্রীর একান্ত সচিব এসএম জাকারিয়া হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৬ সেপ্টেম্বর ৫ দিনের সফরে সিলেট যাচ্ছেন।
পরদিন বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) লক্ষ্মীপাশা ও লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত পৃথক কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান শেষে সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে নিজ তহবিল হতে ছাত্র-ছাত্রীদের মধ্যে অনুদান বিতরণের পর বিকাল ৩টায় ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে কাকুরা জামসেদ আহমদ উচ্চ বিদ্যালয় ও আব্দুল খালিক প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে দুপুর ১২টায় রহমতাবাদ দারুসসুন্নাহ আলিম মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাকুরা নাটেশ্বর গ্রামের ‘শুভ বিদ্যুতায়ন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বেলা পৌনে ২টায় পাঞ্জিপুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন, বেলা আড়াইটায় দুবাগ আইডিয়াল একাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধন ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বড়গ্রাম এলাকায় শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন, সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাতে মিলিত হবেন।
পরদিন রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিয়ানীবাজার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ফলদ ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিজ তহবিল থেকে বিভিন্ন বিদ্যালয়ে ল্যাপটপ, প্রজেক্টর এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে হুইল চেয়ার ও হিয়ারিং এইড বিতরণী অনুষ্ঠানে যোগদান শেষে আকাশপথে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
এনইউ/জেডএম