ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

রোহিঙ্গা নিয়ে বিএনপি-জামায়াত ফায়দা লুটতে চায়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
রোহিঙ্গা নিয়ে বিএনপি-জামায়াত ফায়দা লুটতে চায় অনুষ্ঠানে রাশেদ খান মেনন, ছবি: বাংলানিউজ

বরিশাল: যেখানে চার লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে, সেখানে বিএনপি বলছে কূটনীতিক পরাজয় ঘটেছে, এ যেন ভুতের মুখে রাম নাম!

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ব‌রিশাল নগ‌রের অশ্বিনী কুমার হলে জেলা ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন।

‌তি‌নি ব‌লেন, এর আগে বাংলাদেশে ১৯৭৮, ১৯৯২, ২০১২ ও ২০১৬ সালে পাঁচ লাখ রোহিঙ্গা এসেছিল।

এবারে রাখাইনে সহিংসতায় এসেছে তিন লাখ ৮০ হাজার (চার লাখের বেশি)। তাদের আশ্রয় দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বে প্রশংসিত হয়েছেন।  

মেনন সতর্ক থাকার কথা জানিয়ে বলেন, রাখাইন নিয়ে দেশীয় আন্তর্জাতিক চাল রয়েছে, যার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। কারণ বাংলাদেশ একটি সংকটে পড়েছে। রাজনৈতিকভাবে বিএনপি-জামায়াত জোট ফায়দা লুটতে চাইবে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলুর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য রাখেন মোস্তফা লুৎফুল্লা এমপি, শেখ মো.টিপু সুলতান এমপি, জেলা কমিটির সদস্য যথাক্রমে বজলুর রহমান, অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈ প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সে‌প্টেম্বর ১৫, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ