মহাখালী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে থেকে বিজয় সরণি ও এর আশপাশের সড়কের পাশে আওয়ামী লীগ নেতাকর্মীরা শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া জন্য প্রস্তুত। বিমানবন্দর থেকে এ পথেই ফিরবেন তিনি।
গরম ও রোদের মধ্যে সকাল থেকে রাস্তার দু'পাশে দাঁড়িয়ে থাকতে তাদের কষ্টের চেয়ে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানানোটাই যেন গুরুত্বপূর্ণ বেশি। তাছাড়া এটা ধৈর্যের পরীক্ষা নয় ভালোবাসার অভিব্যক্তি। ঠিক এমন অভিমতই ছিলো প্রধানমন্ত্রীর জন্য রাস্তার দু'পাশে অপেক্ষারত নেতাকর্মীদের।
ডেমরা থেকে আগত ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাংলানিউজকে জানান, 'রাস্তায় শুধু জনসাধারণের উপস্থিত। আর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে এটাই প্রমাণিত হয় যে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে। আর দেশের জন্য যে কাজ করবে। এটাই স্বাভাবিক। 'এর আগে সকাল ৮টা থেকে রাজধানীর রাজপথের দু'পাশজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা নিয়ে রাস্তায় জমায়েত হওয়া শুরু করেন।
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭/আপডেট: ১১২৭
এসকে/এমএএম/এএটি