ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

রোহিঙ্গাদের কাছে ক্ষমা চান: খালেদাকে ড. হাছান মাহমুদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
রোহিঙ্গাদের কাছে ক্ষমা চান: খালেদাকে ড. হাছান মাহমুদ ড. হাছান মাহমুদ। ফাইল ফটো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রোহিঙ্গাদের কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ।

শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক এর ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে শেরে বাংলা’র মাজার প্রাঙ্গণে জাতীয় স্বাধীনতা পার্টি ও জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আপনি (খালেদা জিয়া) তিন মাস পর রোহিঙ্গা শিবিরে যাচ্ছেন, প্রথমে গিয়ে রোহিঙ্গাদের কাছে ক্ষমা চাইবেন যে. আমি তিন মাস পর তোমাদের কাছে এসেছি।

এবং সেখানে গিয়ে দয়া করে কোন উস্কানিমূলক বক্তব্য দেবেন না।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রশ্ন রেখে ড. হাছান মাহমুদ বলেন, আপনি এতো দিন কেনো লন্ডনে বসে ছিলেন?  আপনি কোনো হসপিটালে ভর্তি ছিলেন না, আপনার কোন অপারেশন হয় নাই। আমরা শুনি নাই। বিএনপি নেতারাও বলেন নাই। আপনি তিন মাস সেখানে বসে থাকলেন। আর আপনার মহাসচিব সমানে মিথ্যা বলতে লাগলেন। আপনি রোববার রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়ে নিশ্চয় তাদের পরিবার পরিজনদের কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিভাবে জীবন্ত মানুষকে মিয়ানমারে হত্যা করা হয়েছে এগুলো শুনবেন। এবং আপনার নেতৃত্বে কিভাবে পেট্রোল বোমা হামলা করা হয়েছে, কিভাবে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে সেগুলো একটু শুনিয়ে আসবেন। তাহলে দেখবেন তাদের কাহিনীগুলো আর আপনার ঘটানো পেট্রোল বোমা হামলাগুলো এক এবং দুটির মধ্যে প্রচণ্ড মিল খুঁজে পাবেন।

'নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখানো' মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, তাহলে আপনারা কেনো গেলেন?নির্বাচন কমিশনের সংলাপ শেষে খোশ মেজাজে বলেছিলেন আলোচনা খুব ফলপ্রসু হয়েছে। আবার সপ্তাহ/দশদিন পর বলা শুরু করলেন- এটি লোক দেখানো। আপনাদের কথা এবং কাজ এর মধ্যে মিল নাই। আপনারা এমন একটা নির্বাচন চান, যে নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে কোলে করে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে। বাংলাদেশে নির্বাচন হবে। জনগণ নির্ভয়ে, নির্বিঘ্নে, যাকে খুশি তাকে ভোট দেবে তেমন একটি নির্বাচন। আপনারা নিজেদের কথায় নিজেরা স্থির থাকতে পারেন না। যারা নিজেদের কথায় নিজেরা স্থির থাকতে পারে না, তারা কিভাবে দেশ চালাবে, দেশের উন্নয়ন ঘটাবে। সুতরাং এদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।

জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মোয়াজ্জেম হোসেন খান মসলিসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি এম.এ জলিল, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ