ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় আহত ১২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
নাঙ্গলকোটে সড়ক দুর্ঘটনায় আহত ১২

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। 

শনিবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার আদ্রা ইউনিয়নের উরুচাইল টিঅ্যান্ডটি মাকের্টের সামনে পিকআপ ভ্যান উল্টে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার বেলঘর এলাকার বাসিন্দা রূপম চন্দ্র (২৬), সম্রাট (২০), শাকিল (১৬), অন্তর (১৮), মাসুম (১৭), ইয়াছিন (২৪), আমির হোসেন (১৭), মো. মোমেন (১৬)।

অপর আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

আহতদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছেন। আহতরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে ওই উপজেলার এ আর উচ্চ বিদ্যালয় মাঠে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের আয়োজিত এক রাজনৈতিক সভায় অংশ নিতে পিকআপ ভ্যানযোগে যাচ্ছিলেন নেতাকর্মীরা। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আহত হয় ১২ নেতাকর্মী।  

আহতদের উদ্ধার করে কুমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত তিনজন চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।  

খবর পেয়ে পরিকল্পনামন্ত্রী আহতদের দেখতে হাসপাতালে যান এবং তাদের খোঁজ খবর নেন। কুমেক হাসপাতালের ইর্মাজেন্সি সূত্র মন্ত্রীর যাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ূব বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন কুমেক হাসপাতালে চিকিৎসাধীন। তবে সবাই আশঙ্কামুক্ত।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ