ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বঙ্গবন্ধু মুক্তিকামী মানুষের শ্রেষ্ঠ রাজনৈতিক কবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
বঙ্গবন্ধু মুক্তিকামী মানুষের শ্রেষ্ঠ রাজনৈতিক কবি পাবনায় শোভাযাত্রা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর মুক্তিকামী মানুষের শ্রেষ্ঠ রাজনৈতিক কবি, দার্শনিক ও শ্রেষ্ঠ জেনারেল।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভ করায় সারাদেশের ন্যায় আয়োজিত পাবনা জেলার ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়ে শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ভাষণের মাধ্যমে বাঙালি জাতির ঐতিহ্য, সংস্কৃতি সারাবিশ্বের কাছে ফুটে ওঠেছে।

এ দিনটি আমাদের উজ্জীবিত করেছে। সারাদিন আনন্দ উৎসবের মাধ্যেমে দিনটি সারাদেশে পালন করা হচ্ছে।
 
শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পুরাতন মোটরস্ট্যান্ডের মাহবুব আহম্মেদ খান মঞ্চে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।  

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, সাধারণ সম্পাদক রাজিব সরকার, পৌর যুবলীগ সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল হক লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল রনি, সাধারণ সম্পাদক সুমন দাস প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ