ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বৃহস্পতিবার চীন সফরে যাচ্ছে আ’লীগের প্রতিনিধি দল

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
বৃহস্পতিবার চীন সফরে যাচ্ছে আ’লীগের প্রতিনিধি দল

ঢাকা: চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চার দিনের সফরে দেশটিতে যাচ্ছে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ সদস্যের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা হবেন তারা। বুধবার (২৯ নভেম্বর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নুরুল মজিদ হুমায়ুন এমপি।  

সফরকালে আওয়ামী লীগ নেতারা কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ৪ ডিসেম্বর দেশে ফিরবেন আওয়ামী লীগের এ নেতারা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ