ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারা সম্মানিত হন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
শেখ হাসিনা ক্ষমতায় থাকলে মুক্তিযোদ্ধারা সম্মানিত হন বক্তব্য রাখছেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম

জামালপুর: পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধারা সম্মানিত হন। দেশের মানুষ ভাল থাকেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

সভায় প্রতিমন্ত্রী দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেনের সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন- মাদারগঞ্জ উপজেলার চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ