বৃহস্পতিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে তিনি মরহুমা ফাতিমা আমিনের রুহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
দুপুর ১২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে ফাতিমা আমিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।
তিনি ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।
ফাতিমা আমিনের স্বামী প্রয়াত মির্জা রুহুল আমিন আশির দশকে এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমানের শাশুড়ি।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
জিপি