শনিবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় নিজ বাসভবনে পহেলা বৈশাখ উদযাপনকালে সুধীজনদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপির পক্ষ থেকে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড দাবি করা প্রসঙ্গে হানিফ বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
হানিফ আরো বলেন, একটি দলের একেবারে শীর্ষ নেতা যদি দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাগারে থাকেন, তাহলে সেই দলের আর অস্তিত্ব থাকে না। জনগণের সঙ্গে কথা বলার কোনো নৈতিক অধিকার থাকে না তাদের। বিএনপি ইতোমধ্যেই সেই নৈতিক অধিকার হারিয়েছে।
এসময় উপস্থিত জেলার রাজনৈতিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন হানিফ।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
টিএ