বুধবার (২৫ এপ্রিল) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন তিনি।
শুনানি শেষে আদালতের বিচারক মফিজুর রহমান ভূঁইয়া তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পৌনে দুই কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে দুদকের মামলায় উচ্চ আদালতের জামিনে ছিলেন পংকি খান। জামিনের মেয়াদান্তে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এনইউ/এএটি