ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

বিএনপি-জামায়াতের সময় জঙ্গিবাদের উত্থান হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, মে ৩, ২০১৮
বিএনপি-জামায়াতের সময় জঙ্গিবাদের উত্থান হয়েছে বক্তব্য রাখছেন তারানা হালিম।

টাঙ্গাইল: তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বিএনপি-জামায়াতের সময় জঙ্গিবাদের উত্থান হয়েছে। ওই সময় প্রেসক্লাবে ঘোষণা দিয়ে আনসারুল্লা বাংলা টিমের উদ্ভব হয়েছিল।

বৃহস্পতিবার (৩ মে) বিকেলে টঙ্গাইলের নগরপুর থানা পুলিশ আয়োজিত থানা কমপ্লেক্স গ্রাউন্ডে মাদক ও জঙ্গি বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের জন্য তার ওপর ১৯ বার হামলা হয়েছিল।

আর কারো জীবনের ওপর এতবার হামলা হয়নি। এসব হামলার পৃষ্ঠপোষক জঙ্গিবাদের জনক বিএনপি-জামায়াত জোট।  

সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) মো. আফসার উদ্দিন খানের সভাপতিত্বে ও নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে রাখেন, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সামাদ দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ