ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

‘অপশক্তিকে নিষ্ক্রিয় করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, মে ১৩, ২০১৮
‘অপশক্তিকে নিষ্ক্রিয় করতে হবে’ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম

ফেনী: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে বিএনপি-জামায়াতের অপশক্তিকে নিষ্ক্রিয় করতে হবে। তাদেরকে কোনোভাবে মাথাছাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না।

ফেনীর ফুলগাজী নতুন বাজার উচ্চ বিদ্যালয় মাঠে রোববার (১৩ মে) ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।  

নাসিম বলেন, দশ বছরে ধরে আমরা ক্ষমতায় রয়েছি, দেশের উন্নয়ন করে যাচ্ছি।

শেখ হাসিনা সরকারের নেতৃত্বেই দেশে নির্বাচন হলে নিরপেক্ষ নির্বাচন হবে। আর সেই নির্বাচনে দেশের জনগণ বিপুল ভোটে নৌকা প্রতীককে নির্বাচিত করবে।

মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পৌঁছে গেছে মহাকাশে। বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করেছে। বর্তমান সরকারের আমলে সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। রাস্তাঘাট, ব্রিজ কালর্ভাট, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব ধরনের অবকাঠামোর উন্নয়ন হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে। তিনি যাকে নমিনেশন দেবেন তাকে নির্বাচনে জয়যুক্ত করতে হবে। দলের প্রার্থিতা নিয়ে কোন ধরনের কোন্দলে জড়ানো যাবে না। ১৪ দলের সবাইকে এক হয়ে নৌকার জন্য কাজ করতে হবে।

বিশেষ অতিথি সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বডুয়া, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার, গণতন্ত্র পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ন্যাপ মোজাফফর যুগ্ম সম্পাদক ইসমাঈল হোসেন, ওয়ার্কাস পার্টির আনিসুর রহমান মল্লিক উপস্থিত ছিলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকমের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্যে রাখেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম মজুমদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এসএইচডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ