বৃহস্পতিবার (৩১ মে) দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ছাড়াও নাজমুলের বাবা আলতাফ হোসেন, মা নাজমা খাতুন, সদ্য বিবাহিত স্ত্রী উর্মি খাতুন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, হতাশাগ্রস্ত হয়ে নাজমুল আত্মহত্যা করেন। তবে কী কারণে নাজমুল হতাশ ছিলেন তা জানা যায়নি।
সংবাদ সম্মেলনে নাজমুলের মা নাজমা খাতুন বলেন, গুলির শব্দ পেয়ে ঘরে গিয়ে দেখি নাজমুল গুলিবিদ্ধ হয়ে মেঝেতে পড়ে রয়েছে। ভয়ে দ্রুত অস্ত্রটি তুলে নিয়ে পাশের বাড়িতে লুকিয়ে রাখি। তখন নববধূ উর্মি খাতুন নাজমুলের পাশে কাঁদছিলেন।
মঙ্গলবার (২৯ মে) রাত আড়াইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারাজি পাড়ায় নিজ ঘরের মেঝে থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়।
**কুষ্টিয়ায় দুর্বৃত্তের গুলিতে ছাত্রলীগ নেতা নিহত
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এনটি