বৃহস্পতিবার (০৭ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের হয়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
সাইফুর রহমান সোহাগ বলেন, বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে ২১০৮-১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেট শিক্ষার্থীবান্ধব বাজেট।
বাজেটকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জানেন কি করে বড় বাজেট প্রণয়ন করতে হয় এবং তা কি করে বাস্তবায়ন করতে হয়। তার সুযোগ্য নেতৃত্বেই বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। তাই বিশ্ববাসী বাংলাদেশকে সমীহ ও সম্মানের চোখে দেখে এখন।
জাকির হোসাইন বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে এই বাজেট ঘোষণা করা হয়েছে। যেখানে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। তাই জননেত্রী শেখ হাসিনাকে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।
এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
এসকেবি/টিএ