শুক্রবার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবের রাউন্ড টেবিল মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের জবাবে তিনি বলেন, আপনারা দয়া করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাবেন না।
বিদেশি রাষ্ট্রদূতদের অনুরোধ করে সাবেক বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ বলেন, আপনাদের কোনো পরামর্শ থাকলে তা আপনারা সরকারের সঙ্গে যখন বৈঠক হয় সেখানে আলোচনা করতে পারেন। কিন্তু জনসম্মুখে বাংলাদেশের নির্বাচন নিয়ে বক্তব্য রাখা সমীচীন নয়।
গাজীপুর সিটির নির্বাচনে বিএনপি’র প্রার্থী হাছান উদ্দিন সরকারের সমালোচনা করে তিনি বলেন, এ নির্বাচনে দুই লাখ ভোটের ব্যবধানে বিএনপি’র প্রার্থী পরাজিত হলেন। আর বিএনপি এমন একজন প্রার্থী দিলেন, যাকে দুইজন ধরে উঠাতে এবং বসাতে হয়। যার পরিবার আহসান উল্লাহ মাস্টারের খুনের সঙ্গে যুক্ত। সুতরাং যে প্রার্থী চলনক্ষম নয়, সেই প্রার্থীর দলও তাকে নিয়ে হাঁটতে-চলতে পারবে এমন মনে করারও কোনো কারণ নাই।
বিএনপি নেতাদের অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, আপনারা বাংলাদেশ ন্যাশনাল পার্টিকে বাংলাদেশ নালিশ পার্টি বানাবেন না এবং বিদেশি রাষ্ট্রদূতদের বিভ্রান্ত করার পথ পরিহার করে নিজেদের দলের ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা করুন।
আয়োজক সংগঠনের উপদেষ্টা শিহাব রিফাত আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েত ইসলাম স্বপন, প্রচার সম্পাদক আকতার হোসেন, শাহাদাত হোসেন টয়েল, অরুন সরকার রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুন ২৯, ২০১৮
টিএ