ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ধামইরহাটে আওয়ামী লীগ নেতা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
ধামইরহাটে আওয়ামী লীগ নেতা খুন ছুরিকাহত হওয়ার পর মশিউর রহমান বাবু। ছবি বাংলানিউজ

নওগাঁ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে নওগাঁর ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান বাবু (৪৫) নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ জুলাই) সকালে তার মৃত্যু হয়। তিনি আড়ানগর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজা, ইউসুফ ও মারুফ নামে তিনজনকে আটক করেছে পুলিশ।  

স্থানীয়রা জানান, জমি নিয়ে সোমবার বিকেলে আড়ানগর উচ্চ বিদ্যালয় এলাকায়
মশিউরের সঙ্গে প্রতিবেশী হামিদুল ইসলামের ছেলে রাজার ঝগড়া বাধে। একপর্যায়ে রাজাসহ বেশ কয়েকজন মিলে মশিউরকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।  
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, ছুরিকাঘাতের খবর পেয়ে সোমবারই তিনজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ