বুধবার (১ আগস্ট) দুপুরে শরীয়তপুর পৌর অডিটরিয়ামে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্ধবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, পদ্মাসেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে।
তিনি আরও বলেন, শরীয়তপুরের মানুষ প্রতিনিয়ত পদ্মার মেঘনার ভাঙা-গড়ার সঙ্গে লড়াই-সংগ্রাম করে টিকে আছে। পদ্মাসেতুর পাশাপাশি জাজিরা এবং নড়িয়া উপজেলায় পদ্মার ভাঙনরোধে সরকার ১১শ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আগামী দেড় মাসের মধ্যে নদী ড্রেজিং এবং নদী শাসনের কাজ শুরু হবে।
পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলীর সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, পপুলার লাইফ ইনস্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, সিনিয়র কনসালট্যান্ট মো. আনিস উদ্দিন মিঞা, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার আলী, মো. হাবিবুর রহমান, নওশের আলী নাঈম, আবু তাহের প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮
জিপি