ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

দলের ওপর আঘাত এলে পাল্টা আঘাত করবে আ.লীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
দলের ওপর আঘাত এলে পাল্টা আঘাত করবে আ.লীগ বক্তব্য রাখছেন খালিদ মাহমুদ চৌধুরী

গাইবান্ধা: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, আওয়ামী লীগকে অনেক রক্ত আর নির্যাতনের শিকার হতে হয়েছে। কিন্তু এখন আওয়ামী লীগ আর নির্যাতন সহ্য করবে না। দলের ওপর কোনো আঘাত এলে পাল্টা আঘাত করতে বাধ্য হবে আওয়ামী লীগ।

শনিবার (১১ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে ডি-ডব্লিউ কলেজ মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিক।

খালিদ মাহমুদ বলেন, সুন্দরগঞ্জে অনেক ষড়যন্ত্র আর রক্তপাত হয়েছে। এখনো সুন্দরগঞ্জে নানাভাবে সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানো হচ্ছে। কিন্তু এসব রক্তপাত ও ষড়যন্ত্র আর সহ্য করা হবে না। কোন রক্তপাত ঘটলে সেই সব ষড়যন্ত্রকারীদের হাত শুধু ভেঙেই দেওয়া হবে না, তাদের হাত চিরদিনের জন্য নির্মল করা হবে।  

শোক সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, গাইবান্ধা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস্-উল আলম হিরু ও প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলামের লিটনের বড় বোন ও আওয়ামী লীগ নেত্রী আফরুজা বারী। এছাড়া শোকসভায় সুন্দরগঞ্জ উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ