ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

আসন বণ্টনের ভার শেখ হাসিনার ওপরই দিলেন শরিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৮
আসন বণ্টনের ভার শেখ হাসিনার ওপরই দিলেন শরিকরা ১৪দলীয় জোটের শরিকদের বৈঠক

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগির বিষয়টি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির ওপর ছেড়ে দিয়েছেন ১৪ দলীয় জোটের শরিকরা।

রোববার (নভেম্বর ০৪) রাতে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ১৪দলীয় জোটের অন্যান্য শরিকদের বৈঠক শেষে ১৪ দল মুখপাত্র, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ কথা জানান।

আগামী নির্বাচনে ১৪দল শরিকদের কোন দল কত আসন চায়? এ বিষয় নিয়ে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে- জানতে চাইলে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, ১৪ দলের শরিকরা আসন বণ্টনের বিষয়টি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর ছেড়ে দিয়েছেন।

তিনি বিজয়ের সম্ভবনা বিবেচনা করে প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে ১৪দল পূর্ণ সমর্থন করে বলেও জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে নাসিম বলেন, ১৪দল সংবিধানের অধীনের একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। নির্বাচন সংবিধানের অধীনে হতে হবে, সংবিধানের বাইরে যাওয়া যাবে না।  

তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে ১৪ দল। আমরা বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। দল নির্বাচন এবং যে কোন চক্রান্ত, সব ক্ষেত্রে ১৪দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।  

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ নির্বাচনে যাবো। সংবিধানের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আমাদের দাবি।

এর আগে সোয়া আটটার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের শরিক নেতারা ১০টা পর্যন্ত বৈঠক করে।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ