ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

রোববার মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
রোববার মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাশরাফি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মাশরাফির সঙ্গে আওয়ামী লীগ নেতারা

নড়াইল: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের নৌকার মাঝি হতে রোববার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করবেন জাতীয় ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওইদিন নড়াইল জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি। 

মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। শনিবার (২৪ নভেম্বর) বিকেলে তিনি জানান, ওই সময় মাশরাফি উপস্থিত থাকবেন কি না- বিষয়টি এখনও নিশ্চিত নয়।

 

দলীয় নেতাকর্মীরা বলছেন, মাশরাফিকে নৌকার টিকিট দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এখন সময়ের ব্যাপার। ইতোমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নড়াইল-২ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন মাশরাফি।  

এর আগে, ১১ নভেম্বর ওবায়দুল কাদেরের হাত থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন মাশরাফি।

এদিকে মাশরাফির নির্বাচনে অংশ নেওয়ার খবরে অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও সাধারণ মানুষ।
  
তারা বলেন, মাশরাফি নির্বাচন করলে এমপি হবেন। দায়িত্ব পেতে পারেন মন্ত্রণালয়েরও। এতে অবহেলিত নড়াইলের সার্বিক উন্নয়ন হবে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ