বুধবার (০৫ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, পত্র-পত্রিকায় লেখা হয়েছে বিএনপির অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
তিনি বলেন, দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। এখানে কোন পক্ষপাতিত্ব নেই। বিএনপি যে অভিযোগ করেছে তা শুধু নির্বাচনকে বিতর্কিত করার জন্য করছে।
প্রসঙ্গত, রোববার (২ ডিসেম্বর) ছিলো মনোনয়নপত্র বাছাইয়ের দিন। সারাদেশে দাখিল করা ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র বাছাইয়ের পর ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ এবং ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
জানা যায়, প্রার্থিতা ফিরে পেতে বুধবার তৃতীয় দিনের মতো তারা আপিলের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ভিড় করেন। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আবেদনের শেষ দিনে সকাল ১০টা থেকে বাদ পড়া প্রার্থীদের আবেদন নেওয়া হচ্ছে। শেষ দিন হওয়ায় সকাল থেকেই প্রার্থী ও তাদের অনুসারীরা জড়ো হয়ে তথ্য-প্রমাণসহ ইসিতে আপিল করেছেন।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
জিসিজি/এনটি