শনিবার (১৫ নভেম্বর) দুপুরে জেলা জাতীয় পার্টির কার্যালয় চত্বরে মহাজোটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ১০ লাখ রোহিঙ্গা মুসলমানদের খাওয়া-দাওয়ার দায়িত্ব নিলেন শেখ হাসিনা।
তিনি বলেন, আমরা এখন উন্নয়নের মহাসড়কে চলছি। ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে উত্তরাঞ্চলের মানুষের মঙ্গা দূর করার জন্য উত্তরা ইপিজেড প্রতিষ্ঠা করেন। কারণ এই অঞ্চলের মানুষের হাতে আশ্বিন-কার্তিক মাসে কাজ থাকে না। তখন মানুষের অভাব বেশি হয়। শুরু হয় মঙ্গা। আর এই মঙ্গাকে ইপিজেড তৈরি করে চিরতরে বিদায় করে দেন শেখ হাসিনার সরকার।
তিনি আরো বলেন, ২০০১ সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে উত্তরা ইপিজেড বন্ধ করার ষড়যন্ত্র শুরু করেন। খালেদা জিয়া বলে ছিল প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই ইপিজেড চলতে পারে না। এখানে বিদেশিরা আসবেনা। আর এখন সেই ইপিজেডে ২১ টি কারখানায় ৩২ হাজার শ্রমিক (নারী পুরুষ) সেখানে কাজ করে আর্থ সামাজিক উন্নয়ন করেছে। আগামী দেড় থেকে দু’বছরের মধ্যে সেখানে কাজ পাবে ৫০ হাজার শ্রমিক।
জেলা জাতীয় পার্টির নেতা ওমেদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুজার রহমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদ পরভেজ প্রমুখ।
বাংলােদশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এনটি