ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

ভোটের মাধ্যমে অপশক্তি রুখে দেওয়ার আহ্বান নাসিমের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
ভোটের মাধ্যমে অপশক্তি রুখে দেওয়ার আহ্বান নাসিমের মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা পঁচাত্তর পরবর্তী ২১ বছর ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুন্ঠিত করেছিল, সময় এসেছে তাদের সমুচিত জবাব দেবার। 

রোববার (১৬ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

নির্বাচনে ভোটের মাধ্যমে স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই।

বিজয়ের মাস ৩০ ডিসেম্বর নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির আরো একটি বিজয় অর্জন হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ