ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

সারাদেশে নৌকার জোয়ার বইছে: তোফায়েল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৮
সারাদেশে নৌকার জোয়ার বইছে: তোফায়েল উঠান বৈঠকে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ভোলা: ভোলা-১ (সদর) আসনে নৌকার প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সারাদেশে এখন নৌকার জোয়ার। ১৯৭০ সালে যেমন ভোটের জোয়ার হয়েছিলো। ঠিক তেমনি এবারও নৌকার জোয়ার বইছে। নৌকায় ভোট দেওয়ায় দেশ স্বাধীন হয়েছে। এবার আবার নৌকায় ভোট দিলে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রে পরিণত হবে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের উত্তর চরপোটকা গ্রামের কবিরাজ বাড়ির দরজায় অনুষ্ঠিত উঠান বৈঠকে তোফায়েল আহমেদ এ কথা বলেন।

** ড. কামালের কোনো নীতি-আদর্শ নেই

তিনি আরও বলেন, ‘পাকিস্তান আজ বাংলাদেশকে অনুকরণ করে, বাংলাদেশের মতো হতে চাইছে।

সব দিক থেকে বাংলাদেশ এখন পাকিস্তান থেকে এগিয়ে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে ভোলা জেলার প্রতিটি ঘরকে গ্যাস ও বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে। ’

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম নকীব, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, প্রচার প্রকাশনা সম্পাদক ও বাপ্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব, প্রচার প্রকাশনা উপ-সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, জেলা মহিলা লীগের সভাপতি অধ্যক্ষ শাফিয়া খাতুন, সদর উপজেলা যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সাহাদাত হোসেন শাহিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ