শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনির সমর্থনে গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বড়শিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের ওপর আমাদের বিশ্বাস আছে।
মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনিসুর রহমান আনিস, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক সুরুজ তালুকদার, গোপালপুর পৌরসভার মেয়র রকিবুল হক সানা, ভূঞাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাদল তরফদার, ধোপাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি প্রমুখ।
পরে স্বাস্থ্যমন্ত্রী গোপালপুর উপজেলার হেমনগরে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। এসময় গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠাণ্ডু, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব খান, ঝাওয়াইল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
টিএ