ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

আওয়ামী লীগ

আমরা বিশাল জনসমর্থন পেয়েছি: মাহী বি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
আমরা বিশাল জনসমর্থন পেয়েছি: মাহী বি

ঢাকা: সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী বলেছেন, মহাজোট সরকারের সামনে এখন আইনের শাসন প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের কক্ষে শপথ নেওয়ার পর বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাহী বি এ কথা বলেন।

এর আগে সংসদে প্রথমে শপথ নেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এরপর তিনি শেখ হাসিনাসহ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। পরে শপথ নেন জাতীয় পার্টি-বিকল্পধারাসহ মহাজোটের শরিক দলগুলোর এমপিরা। শপথের পর সংসদ সচিবালয়ে সিনিয়র সচিবের রুমে শপথ বইতে স্বাক্ষর করেন এমপিরা।

মাহী বি চৌধুরী বলেন, আমরা জনগণের বিশাল সমর্থন পেয়েছি। ফলে মানুষের প্রত্যাশাও বেশি। আইনের শাসন প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ। আমরা জনগণের প্রত্যাশাপূরণে কাজ করবো।

বিকল্পধারার এ নেতা মুন্সিগঞ্জ-১ আসন (শ্রীনগর-সিরাজদিখান) থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হন।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
এমআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ