শনিবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকার শমরিতা হাসপাতালে তার মৃত্যু হয়।
রাজা মিয়া জনি নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও নজরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
এর আগে, বুধবার (২৮ আগস্ট) রাতে তাকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় বৃহস্পতিবার জনির ভাই শাহিন মিয়া বাদী হয়ে আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- নজরপুর ইউনিয়নের নবীপুর গ্রামের রজব আলীর ছেলে ছগির মিয়া (৩৫) ও কবির মিয়া (৩০) এবং সেলিম খাঁর ছেলে রমজান মিয়া (৩৫)।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বাংলানিউজকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে গেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৯
এনটি