শনিবার (০৭ সেপ্টেম্বর) রাতে গণভবনে আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব মনোনয়ন দেওয়া হয়।
উপজেলা পরিষদ:
জেলা: চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা সদর: প্রার্থীর নাম মো. নজরুল ইসলাম।
জেলা: ঝিনাইদহ, উপজেলা কোট চাঁদপুর: প্রার্থীর নাম মোছা. শরিফুন্নেছা (মিকি), মহেশপুর: প্রার্থীর নাম ময়জদ্দীন হামীদ।
জেলা: বরিশাল, উপজেলা মেহেন্দীগঞ্জ: প্রার্থীর নাম মো. মুনসুর আহমেদ।
জেলা: শেরপুর, উপজেলা শেরপুর সদর: প্রার্থীর নাম মো. রফিকুল ইসলাম।
জেলা: নেত্রকোনা, উপজেলা আটপাড়া: প্রার্থীর নাম মো. খায়রুল ইসলাম।
জেলা: চট্টগ্রাম, উপজেলা সাতকানিয়া: আব্দুল মোতালেব।
পৌরসভা
জেলা: ভোলা, উপজেলা লালমোহন, পৌরসভার নাম: লালমোহন: প্রার্থীর নাম এমদাদুল ইসলাম (তুহিন)।
জেলা: ঢাকা, উপজেলা দোহার, পৌরসভার নাম দোহার: প্রার্থীর নাম নজরুল ইসলাম বাবুল।
জেলা: ব্রাহ্মণবাড়িয়া, উপজেলা: নবীনগর, পৌরসভার নাম নবীনগর: প্রার্থীর নাম শিব শংকর দাস।
ইউনিয়ন পরিষদ:
জেলা: রাজশাহী, উপজেলা: বাঘা, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: গড়গড়ি, মো. রবিউল ইসলাম। বাজুবাঘা, মো. ফজলুর রহমান। পাকুড়িয়া, মো. মেরাজুল ইসলাম।
মনিগ্রাম, মো. সাইফুল ইসলাম।
জেলা: সিরাজগঞ্জ, উপজেলা: শাহজাদপুর, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: পোরজানা, মো. জাহিদুল ইসলাম (মুকুল), হাবিবুল্লাহনগর, মো. মিজানুর রহমান (বাচ্চু)।
জেলা: নাটোর, উপজেলা: সদর, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: লক্ষ্মীপুর খালাবাড়িয়া, মো. আলতাব হোসেন।
জেলা: নওগাঁ, উপজেলা: ধামইরহাট, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: ইসবপুর, মো. ইমরুল কায়েশ।
জেলা: পটুয়াখালী, উপজেলা: রাঙ্গাবালী, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: চালিতাবুনিয়া, মো. জাহিদুর রহমান।
জেলা: নারায়ণগঞ্জ, উপজেলা: রূপগঞ্জ, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম, ছালাউদ্দিন ভূঞা।
জেলা: মানিকগঞ্জ, উপজেলা: সাটুরিয়া, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: তিল্লি, মো. মুরছালিন।
জেলা: জামালপুর, উপজেলা: ইসলামপুর, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম কুলকান্দি, মো. জুবাইদুর রহমান।
জেলা: সুনামগঞ্জ, উপজেলা: জগন্নাথপুর, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম মিরপুর, আব্দুল কাদির।
জেলা: হবিগঞ্জ, উপজেলা: মাধবপুর, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: নোয়াপাড়া, শেখ মোজাহিদ বিন ইসলাম। উপজেলা : নবীগঞ্জ, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: দেবপাড়া, মো. আব্দুল মোহিত চৌধুরী।
জেলা: চট্টগ্রাম, উপজেলা: বোয়ালখালী, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: কধুরখীল, শফিউল আজম।
জেলা: নোয়াখালী, উপজেলা: চাটখিল, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: পাঁচগাঁও, সৈয়দ মাহমুদ হোসেন।
জেলা: ফেনী, উপজেলা: দাগনভুঁঞা, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম: রামনগর, এ.কে.এম কামাল উদ্দিন, দাগনভুঁঞা, বেলায়েত উল্ল্যাহ।
জেলা: বান্দরবান, উপজেলা: নাইক্ষ্যংছড়ি, ইউনিয়ন ও চেয়ারম্যান প্রার্থীর নাম নাইক্ষ্যংছড়ি সদর, তসলিম ইকবাল চৌধুরী। ঘুমধুম, এ, কে, এম জাহাঙ্গীর আজিজ সোনাইছড়ি, এ্যানিং মার্মা।
সাত উপজেলায় ১৪ অক্টোবর এবং তিন পৌরসভা ও ২২ ইউপিতে ১৬ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৯
এমইউএম/আরকেআর/এসএইচ