ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

আশা ভঙ্গের কারণে মেনন সাহেবের এমন মন্তব্য: খসরু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
আশা ভঙ্গের কারণে মেনন সাহেবের এমন মন্তব্য: খসরু

সাভার (ঢাকা): মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, আশা ভঙ্গের কারণে হয়তো ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন।

রোববার (২০ অক্টোবর) দুপুরে সাভারের সিঅ্যান্ডবি এলাকায় কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি মৎস্য অধিদপ্তর ঢাকা এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো মন্ত্রণালয়ে দুর্নীতি হচ্ছে না।

সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে তাই দুর্নীতির কোনো সুযোগ নেই।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছ উদ্দিন মণ্ডল, কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি মৎস্য অধিদপ্তরের উপ পরিচালব মানিক মিয়াসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ