ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আওয়ামী লীগ

প্রতিনিয়ত রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে: মেনন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
প্রতিনিয়ত রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে: মেনন

নবাবগঞ্জ (ঢাকা): ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, প্রতিনিয়তই রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। বরিশালে আমার বক্তব্য নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছিল। সেটা আমি দেশবাসীকে পরিস্কার করেছি। ফেসবুক একটি ভয়ানক বিপদজনক মাধ্যম। এখানে মানুষ মিথ্যা তথ্য দিয়ে জনমনে বিভ্রান্ত তৈরি করে। এজন্য সবাইকে সাবধান থাকতে হবে।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে ঢাকার দোহারের কমরেড করম আলী মোড়ে আয়োজিত ঢাকা জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেনন বলেন, পদ্মাসেতু, পায়রা বন্দর, মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রসহ সারাদেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে।

কিন্তু দেশের দারিদ্র সীমার নিচের চার কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। কৃষকরা তার উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে না। গার্মেন্টস কর্মীরা তাদের নায্য মজুরি পাচ্ছে না।  

তিনি আরো বলেন, সন্ত্রাস, মাদক, দুর্নীতি, বৈষম্য, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ রুখতে ১৪ দলীয় জোট গঠন হয়েছিল। এর ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, শিক্ষায় দেশ এগিয়ে চলেছে। তাই দেশের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেকোনো কিছুর বিনিময়ে ১৪ দলের ঐক্য অবশ্যই অটুট রাখতে হবে।

ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় সদস্য কমরেড করম আলী। প্রধান বক্তা ছিলেন ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা সাধারণ সম্পাদক আজহারুল হক।  

এছাড়াও উপস্থিত ছিলেন- ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলার সদস্য সাইদুর রহমান সাইদ, শফিউল আলম শামীম, পীরজাদা আসাদুল্লাহ, নাসির উদ্দিন বাহার, নবাবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ