ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আওয়ামী লীগ

মাধবপুর ছাত্রলীগের সেক্রেটারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৪, ডিসেম্বর ২৬, ২০১৯
মাধবপুর ছাত্রলীগের সেক্রেটারি গ্রেফতার

হবিগঞ্জ: তথ্য প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চুনারুঘাটের সাতছড়ি চা বাগান এলাকা থেকে মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। উজ্জ্বল মাধবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের জজ মিয়ার ছেলে।


 
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, ২০১৭ সালের তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করা হয়। ২০১৮ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানার আদেশ মাধবপুর থানায় পৌঁছায়।
 
গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে হৃদয় পলাতক ছিলেন। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ