মানামা থেকে: পারস্য উপসাগরের পানি টেনে এনে সীমিত পরিসরে হলেও উষর মরুভূমিতে সবুজ সবজির চাষ হচ্ছে বাহরাইনে। বাংলাদেশ দূতাবাসের কাছেই এমন একটি সবজি ক্ষেত ধরা পড়লো বাংলানিউজের চোখে।
দেখা গেলো, বড় আকারের মরিচ (ক্যাপসিক্যাম), লাউ, বেগুন, বাধাকপিসহ আরো অনেক সবজির ক্ষেত। সুড়ঙ্গ ঘর ছাড়াও খোলা আকাশের নিচে চাষ হচ্ছে সবজির।
পানির পাইপের ওপরে বেড়ে উঠছে বেগুন গাছ। এখনো এই চাষ সীমিত পরিসরে হলেও এমন সবজির ক্ষেত দেশটির মরুভূমিকে কৃষিকাজে ব্যবহারের প্রবল সম্ভাবনার স্বপ্ন জাগিয়ে তোলে।
আমদানি নির্ভর দেশটির সবজি চাষে বাংলাদেশিদেরও অবদান আছে ব্যাপক। বাংলাদেশিরা সস্তায় শ্রম বিকোয় বলে তাদের বেশ কদর বাহরাইনি জমি মালিকদের কাছে।
![](files/11_558881741.jpg)
এক. গ্রিন হাউস স্টাইলে গড়া এই লম্বা সুড়ঙ্গ ঘরগুলো লম্বায় আনুমানিক ৫০ মিটার। প্রস্থে ৮ মিটার। দুই সারিতে এমন ৩৫টি সুড়ঙ্গ ঘর চোখে পড়লো এক মরুবাগানে।
![](files/22_892276813.jpg)
দুই. মরুভূমির সবজিবাগানে বৃহৎ আকৃতির ক্যাপসক্যাম।
![](files/33_444677524.jpg)
তিন. মরুভূমির সবজি বাগানে এভাবেই বেড়ে উঠছে লাউ।
![](files/Mondol_572572477.jpg)
![](files/44_549640403.jpg)
চার. সবজি বাগানের ভেতরেই তৈরি হচ্ছে জৈব সার।
![](files/55_492624058.jpg)
পাঁচ. সাগর থেকে মরুভূমিতে টেনে আনা এমন পানির পাইপ দেখা গেলো প্রতিটি সুড়ঙ্গঘরেই।
![](files/66_527307575.jpg)
ছয়. এভাবে সরু পানির পাইপের ওপরে বেড়ে উঠছে সবজি গাছ।
![](files/77_244528713.jpg)
সাত. খোলা আকাশের নিচে বাধাকপির ক্ষেত।
![](files/December_2014/December_31/photo_623168935.jpg)
আট. দুই পাশে দুই সবজি ক্ষেত। মাঝখানে সরু নালায় জৈব সার।
![](files/99_556066140.jpg)
নয়. সবজি ক্ষেতের অনতিদূরে গাছপালার ফাঁকে দেখা যাচ্ছে বাংলাদেশ দূতাবাস।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
** বাহরাইনে সবজি বাজারের দখল নিতে পারে বাংলাদেশ
** বাংলার শ্রমবাজার দখলে নিচ্ছে শ্রীলঙ্কা-নেপাল!
** বাংলানিউজ, ওয়েলকাম টু বাহরাইন
** হরমুজ প্রণালী হয়ে আরব উপদ্বীপ ঘুরে বাহরাইন
** ‘ডেটলাইন বাহরাইন’, পৌঁছেছেন জাকারিয়া মন্ডল
** ‘ডেটলাইন বাহরাইন’, যাচ্ছেন জাকারিয়া মন্ডল