ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে শ্রমিক লীগ হামাদ টাউন শাখার অভিষেক

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
বাহরাইনে শ্রমিক লীগ হামাদ টাউন শাখার অভিষেক

মানামা (বাহরাইন):বাহরাইনে জাতীয় শ্রমিক লীগের হামাদ টাউন আঞ্চলিক শাখার অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

অভিষেক উপলক্ষে হামাদ টাউনের স্থানীয় জিএসএফ হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হামাদ টাউন শাখার নবনির্বাচিত সভাপতি আবদুল জলিল শেখ।

একই অনুষ্ঠানে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ও আলোচনা সভার আয়োজন করা হয়।

হামাদ টাউন শাখা শ্রমিকলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মৃধার সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু।

বিশেষ অতিথি ছিলেন বাহরাইন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন বাবর, শ্রমিকলীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশ, যুবলীগের সভাপতি মিজানুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি মোস্তফা কামাল, শ্রমিকলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুল হক তালুকদার, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, শ্রমিকলীগের সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম জমাদার, হামাদ টাউন শাখা শ্রমিকলীগের সহ সভাপতি মো. লিটন, সালাউদ্দীন, হুমায়ুন, সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সাজু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন রাজু, শাহ পরান, বেলায়েত হোসেন রফিক ও বাবুল প্রমুখ।

সেখানে বিশেষ অতিথির বক্তব্যে শ্রমিকলীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশ বাহরাইন শ্রমিকলীগের ভিশন ২০১৬ ঘোষণা করে বলেন, ইতোমধ্যে বাহরাইনে শ্রমিকলীগের ৮টি আঞ্চলিক কমিটি ঘোষিত হয়েছে। আগামী ডিসেম্বরের আগে বাহরাইনের সব এলাকায় আঞ্চলিক কমিটি গঠন করে এ বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হবে।
 
বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ