ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে বিজয় আনন্দ মেলার উদ্বোধন

বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
বাহরাইনে বিজয় আনন্দ মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মহান বিজয় দিবস উপলক্ষে ‍বাহরাইনের স্থানীয় কমিউনিটির সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ স্কুল যৌথভাবে দুই দিনব্যাপী বিজয় আনন্দ মেলার আয়োজন করেছে।

মহান বিজয় দিবস উপলক্ষে ‍বাহরাইনের স্থানীয় কমিউনিটির সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ স্কুল যৌথভাবে দুই দিনব্যাপী বিজয় আনন্দ মেলার আয়োজন করেছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম) মহিদুল ইসলাম ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন।

এ সময় বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান প্রকৌশলী গিয়াস উদ্দীন, স্কুলের প্রিন্সিপাল আমান উল্লাহ মো. সালেহ, আহলি ইউনাইটেড ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ স্কুলের সাবেক চেয়ারম্যান সাফকাত আনোয়ার, বাংলাদেশ সোসাইটির সভাপতি ফুয়াদ শান্তনু, বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু, ইউনিভার্সিটি অফ বাহরাইনের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক মুইজ চৌধুরী, বাংলাদেশ স্কুলের পেট্রোন গোলাম রাব্বানী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আইনূল হক, হামেদ কাজী হাসান, জয়নাল আবেদীন ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্কুলের নিজস্ব ভূমিতে আয়োজিত এ মেলা শনিবার (১৭ ডিসেম্বর) রাত ১০টা পর্যন্ত চলবে।

এবারের মেলার টাইটেল স্পন্সর বাহরাইন ফাইনান্স কোম্পানি(বিএফসি), ডায়মন্ড স্পন্সর মাজেদ মির্জা আবদুল্লা জসিম, প্লাটিনাম  স্পন্সর প্রাণ গ্রুপ, গোল্ড স্পন্সর ফাতিমা আলী সালমান আল আলাওয়ানী কনস্ট্রাকশন ও লিন্নাস ফানিচার, সিলভার স্পন্সর বাংলাদেশ দূতাবাস, ব্রোঞ্জ স্পন্সর সামার প্যালেস ডেকোর, লিন্নাস গ্রুপ, লিন্নাস হাসপাতাল, রয়েল গ্লাস, আয়েশা রেস্টুরেন্ট, সুরমান মিয়া, বাংলাদেশ ক্লিয়ারেন্স, মোহন মিয়া মোমিন, বাংলাদেশ সোসাইটি, চট্রগ্রাম ক্লাব, সাজবন লাইন ডকুমেন্ট ক্লিয়ারেন্স, কাইট বিল্ডিং মেটেরিয়ালস, মো. সফি উদ্দীন (সিআইপি) ও আল ওয়াদা অটো স্পেয়ার পার্টস।

এ ছাড়া স্টল নিয়ে মেলায় অংশ নিয়েছে আমির ভান্ডার রেস্টুরেন্ট, এসহাক আল সাবের কন্ট্রাকটিং, টাংগাইল অ্যাসোসিয়েশন অব বাহরাইন, সুমাইয়া রেস্টুরেন্ট, রয়েল লাইন ট্রেডিং, রিহাব প্রিন্টিং সার্ভিস, হামতারো কনস্ট্রাকশন, মো. সোহাগ, উহংস ট্রাভেলস অ্যান্ড কার্গো, মো. আবু সাঈদ, মো. শাহজালাল, মাদারীপুর জেলা সোসাইটি, আহালি আল বাহরাইন রেস্টুরেন্ট, বাহরাইন বিএনপি, শ্রমিকদল, অরিশা বিল্ডিং কনস্ট্রাকটিং অ্যান্ড সার্ভিসেস কো. এসপিসি, স্বেচ্ছাসেবক দল, মানামা মহানগর বিএনপি, কেন্দ্রীয় যুবদল, ঢাকা অ্যাসোসিয়েশন, কুমিল্লা রেস্টুরেন্ট, বুড়িচং ব্রাক্ষণপাড়া সমাজকল্যাণ ঐক্য পরিষদ, বেলাল রেস্টুরেন্ট, গ্রেটার সিলেট সোসাইটি, ব্রাহ্মণবাড়ীয়া তিতাস ইউনিয়ন, জালালাবাদ অ্যাসোসিয়েশন, সোহাগ কোল্ড স্টোর, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু বাংলা পাঠাগার, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, আওয়ামী যুবলীগ, গ্রেটার পাবনা সোসাইটি, ব্রাহ্মণবাড়ীয়া জেলা যুবদল, কসবা উন্নয়ন পরিষদ-কেডিএস, শিবপুর সোসাইটি, চেঞ্জ এক্সচেঞ্জ, লিন্নাস ট্রাভেলস অ্যান্ড কার্গো, উত্তর খাঁন মডেল টাউন, মেঘনা প্রবাসী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, শরীয়তপুর প্রবাসী জনকল্যাণ পরিষদ, তালিমূল কোরআন, জমজম রেস্টুরেন্টসহ প্রায় ১০০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

মেলায় হস্তশিল্পজাত দ্রব্য, গার্মেন্টস, খাবারের দোকান, শিশুদের খেলার সামগ্রী ও লোকজ সামগ্রী প্রদর্শনীর আয়োজন ছিল দৃষ্টি কাড়ার মতো। এছাড়াও বিভিন্ন স্টলের পক্ষ থেকে দর্শনার্থীদের বাংলাদেশি বিরানি, গ্রাম বাংলার বিভিন্ন পিঠা, পায়েস, ফালুদা, লাচ্ছি, মিষ্টান্ন, ঝাল মুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ