ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে এসএসসিতে পাসের হার ৯১ দশমিক ৮৯ শতাংশ

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, মে ৪, ২০১৭
বাহরাইনে এসএসসিতে পাসের হার ৯১ দশমিক ৮৯ শতাংশ বাংলাদেশ স্কুল বাহরাইন

বাহরাইন: ঢাকা বোর্ডের অধীনে বাহরাইনে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ৯১ দশমিক ৮৯ শতাংশ।

বাংলাদেশ স্কুল বাহরাইন থেকে ৩৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৩৪ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে দুইজন।

জিপিএ-৫ প্রাপ্ত দুই শিক্ষার্থী হলো- সুমাইয়া আবুল কালাম ও মুনা আক্তার জুঁই। জিপিএ-৪ পেয়েছে ২৬ জন, জিপিএ-৩ পেয়েছে পাঁচজন ও বাকি একজন জিপিএ-২ পেয়ে কৃতকার্য হয়েছে।

তবে বাহরাইন থেকে কোনো ছাত্র জিপিএ-৫ না পাওয়া এবং প্রত্যেকবারের ন্যায় এবারও শতভাগ পাস না করায় বিদ্যালয়ের ফলাফলে হতাশা ব্যক্ত করেছেন অভিভাবকেরা।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট  ১৭ লাখ ৮৬ হাজার ৬শ’ ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭শ’ ২২ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ০৪, ২০১৭
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ