ঢাকা: ‘আর কতো প্রাণ দিলে সমাজ থেকে দূর হবে ইভটিজিং (মেয়েদের উত্ত্যক্ত করা)?’- এ প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের চতুর্থ বর্ষের ছাত্রী আয়েশা আফরিনের।
চোখে-মুখে রাজ্যের ক্ষোভ আর সমাজের প্রতি তীব্র ঘৃণা নিয়ে তিনি বলেন, ‘শুরু তো আজ নয়, সেই কবে ২০০১ সালে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী সিমি বানু মরে গিয়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন, আমাদের সমাজে কীভাবে মেয়েরা টিজিংয়ের শিকার হয়।
সিমির পথ ধরেই একে একে তৃষা, রিমি, মাহিমা, রিনা, পিংকি, ইলোরাসহ আরও কতোজন নিজেকে হত্যার মধ্য দিয়ে প্রমাণ করে গেছেন ইভটিজিং একটি ঘাতক অসামাজিক আচরণ। পরিবারের কান্নাকাটি, সাংবাদিকদের দৌড়াদৌড়ি দিন কয়েক চলে, বখাটেদের প্রতি মন্ত্রী-পুলিশের লোকদেখানো হুঙ্কারও দেখা যায়। কিন্ত বন্ধ হয়েছে কি? হয় নি। এখন মনে হয়, আরও বেড়ে গেছে। বলেই চলেন আয়েশা আফরিন।
মানবাধিকার সংগঠনের তথ্য অনুসারে ২০১০ সালের প্রথম পাঁচ মাসে ইভটিজিংয়ের কারণে আত্মহত্যা করেছে ১৬ কিশোরী।
সম্প্রতি ‘জাতীয় শিক্ষানীতিতে নিরাপত্তা শিক্ষা সংযুক্তকরণ’ শীর্ষক এক প্রতিবেদনে শিশু সুরক্ষায় আমরা ও সেভ দ্য চিলড্রেন উল্লেখ করেছে, ‘দেশে ৮১ ভাগ নারী কোনো না কোনোভাবে ইভটিজিংয়ের শিকার। ’
মানবাধিকার প্রতিষ্ঠান আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে গত বছরের একই সময়ের তুলনায় ইভটিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যাকারীর সংখ্যা দ্বিগুণ। এ বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আত্মহত্যার ঘটনা ঘটেছে ১৪টি। একই প্রতিবেদন অনুযায়ী, গত সাড়ে চার বছরে আত্মহত্যা করেছে ৪০ কিশোরী ও তরুণী।
দেশের বিভিন্ন জায়গায় মেয়েরা টিজিংয়ের শিকার হচ্ছে। আর কেউ এর প্রতিবাদ করলে তাকেও নির্যাতন বরণ করতে হচ্ছে। তা সে বাবা, মা, ভাই, চাচা অথবা শিক্ষক- যেই হন না কেন।
মারা গেছেন মিজানুর রহমান: নিজের প্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়েই মরতে হলো নাটোরের লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রহমানকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) টানা ১২ দিন ‘কিনিক্যালি ডেড’ থাকার পর গত ২৩ অক্টোবর দিনগত রাত ১টায় মারা যান তিনি। বখাটেরা তার গায়ের ওপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে দিয়েছিলো।
মাগুরায়ও শিক্ষক নির্যাতন: গত ২১ অক্টোবর মাগুরায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসা এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের লাঞ্ছনা ও নির্যাতনের শিকার হন প্রশিক্ষণার্থী আরেক শিক্ষক শরিফুজ্জামান। বখাটেরা তাকে বেদম মারধর করে গায়ে গরম ডাল ঢেলে দেয়।
শরিফুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘ইনস্টিটিউটের কম্পাউন্ডে বখাটেদের একটি দল মাদক সেবনের পাশাপাশি প্রশিক্ষণে আসা শিক্ষিকাদের নানাভাবে উত্ত্যক্ত করতো। ’
ব্রাহ্মণবাড়িয়ায় মা ও মেয়ে নির্যাতন: ২০ অক্টোবর বুধবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামে বখাটেদের নির্যাতনের শিকার হন স্কুলগামী এক মেয়ে ও তার মা। তাদের বেধড়ক পিটিয়ে আহত করে বখাটেরা। তারা এখনও জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডির প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী জানান, কয়েকজন সহযোগীসহ বখাটে সোহেল ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে তাকে জোর করে নিয়ে যেতে চাইলে মা তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে উভয়কে পিটিয়ে আহত করে বখাটেরা। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত সোহেল ছাড়া কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মেয়েকে রক্ষায় আহত বাবা: বাগেরহাটের চিতলমারী উপজেলার কচুড়িয়া গ্রামে ২০ অক্টোবর ভোররাতে বখাটেদের হাতে গুরুতর আহত হন এক বাবা। মেয়েকে রক্ষা করতে গিয়ে বখাটের প্রহারে আশঙ্কাজনক অবস্থায় চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে হয় বাবা বাকী বিল্লাহ শেখকে। অবস্থার অবনতি হলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বখাটে ওহিদুল শেখের বাবা আফতাব শেখ স্থানীয় ইউনিয়নের প্রভাবশালী সদস্য হওয়ায় পুলিশ এ ঘটনায় মামলার পরিবর্তে সাধারণ ডায়েরি নিয়েছে।
প্রাণ দিলেন মা: এসব ঘটনার ধারবাহিকতায় সর্বশেষ প্রাণ দিলেন এক মা। ফরিদপুরের মধুখালি উপজেলার পশ্চিম গোড়াখালিতে গত ২৬ অক্টোবর এ ঘটনা ঘটে।
মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিকার চাওয়ায় চাঁপা রানী ভৌমিকের শরীরে মোটর সাইকেল উঠিয়ে দেয় বখাটে দেবাশীষ সাহা রনি। আহত অবস্থায় প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এগুলো সংবাদ মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কয়েকটি ঘটনার খন্ডচিত্র। এ ক’দিনেই হয়তো দেশের প্রতিটি আনাচে কানাচে শহরে বন্দরে গ্রামে কত কিশোরী তরুণীকে সইতে হয়েছে বখাটেদের জ্বালা। তারা কেবলই নিরবে সয়ে গেছে কিংবা ঘৃণায় কেঁদেছে ঘরের কোনে বসে। তাদের কথা সংবাদ মাধ্যমে জানা যায় না।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১০
আগামীকাল পড়ুন: ইভটিজিংয়ে নতুন সংযোজন প্রযুক্তি