ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বাংলানিউজ স্পেশাল

নির্বিচারে চলতে থাকে গুলি, গ্রেপ্তার বিএনপি-জামায়াতের নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, জুলাই ২১, ২০২৫
নির্বিচারে চলতে থাকে গুলি, গ্রেপ্তার বিএনপি-জামায়াতের নেতারা জুলাইগাথা

২০২৪ সালের জুলাই আন্দোলনের ২১ তারিখে কারফিউয়ের দ্বিতীয় দিনেও কমপ্লিট শাটডাউনে উত্তাল ছিল রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা।

এদিন আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে হামলার পাশাপাশি রাজধানী ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান চালিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, সুলতান সালাউদ্দিন টুকু, আমিনুল হক, জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ শতাধিক নেতাকর্মী ও আন্দোলনকারীদের গ্রেপ্তার করে।

 

গত বছরের জুলাই আন্দোলনের নৃশংস ঘটনাগুলোর সঙ্গে ২০ জুলাইয়ের এসব ঘটনাও তুলে ধরা হয়েছে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া আনুষ্ঠানিক অভিযোগপত্রে। যে মামলায় আসামি করা হয়েছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। যদিও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ইতোমধ্যে রাজসাক্ষী হয়েছেন।

ফরমাল চার্জ মোট ১৩৫ পৃষ্ঠার। এই ফরমাল চার্জ আদালতে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মো. আব্দুস সোবহান তরফদার, মো. মিজানুল ইসলাম। যেটি সরাসরি সম্প্রচার করা হয়।

নথি ও গণমাধ্যমের তথ্য অনুসারে, ২০২৪ সালের ২১ জুলাই কারফিউয়ের দ্বিতীয় দিনেও কমপ্লিট শাটডাউনে উত্তাল ছিল রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা। কমপ্লিট শাটডাউন কর্মসূচির আওতায় আন্দোলনকারীরা কাজলা, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, রামপুরা, মালিবাগ, বাড্ডা, বারিধারা, ভাটারা, প্রগতি সরণি, মোহাম্মদপুর, বেড়িবাঁধ, মিরপুর-১০, বেনারসিপল্লী, মিরপুর-১৩, সেনপাড়া পর্বতা সড়ক, সাইনবোর্ড এলাকা, কাঁচপুর থেকে চিটাগাং রোড, ডেমরাসহ বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে। নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর বিভিন্ন বাহিনী নির্বিচারে গুলি করে। হেলিকপ্টার ব্যবহার করে গুলি চালানো হয়।  

এতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গার্মেন্টস শ্রমিকসহ অনেক নিরস্ত্র ছাত্র-জনতা শহীদ হন ও কয়েক শতাধিক আহত হন। এ ছাড়া রাজধানীর বাইরে টঙ্গী, নরসিংদী, সাভার, মাদারীপুর, রংপুর, ময়মনসিংহসহ দেশের সব জেলায় বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে কমপক্ষে নয়জন শহীদ ও কয়েক শতাধিক আহত হন।  

আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে হামলার পাশাপাশি রাজধানী ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান চালিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, আমান উল্লাহ আমান, সুলতান সালাউদ্দিন টুকু, আমিনুল হক, জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ারসহ শতাধিক নেতাকর্মী ও আন্দোলনকারীদের গ্রেপ্তার করে।  

এদিকে দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে ছাত্র-আন্দোলনের ৫৯ সমন্বয়ক, সহ-সমন্বয়করা এক বিবৃতি দিয়ে জানান যে, দেশব্যাপী চলমান শাটডাউন কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীরা হামলা চালিয়ে তিন শতাধিকের বেশি নাগরিককে হত্যা করেছে। ছাত্র-জনতার হত্যার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারবে না। তারা জানান যে, শিক্ষার্থীদের চলমান কর্মসূচি কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে।  

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উসকানি, প্ররোচনা, উৎসাহ, সহায়তা সর্বোপরি নির্দেশ দেওয়ার মাধ্যমে এসব মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছে বলে অভিযোগে বলা হয়েছে।

এদিনের ঘটনাসহ জুলাই আন্দোলনের পুরো ঘটনায় যৌথ দায় হিসেবে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ নিবন্ধন (১২৭ নম্বর) করা হয়। ওই অভিযোগের প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন তদন্ত সংস্থার উপপরিচালক মো. জানে আলম খান। পরে তদন্ত করেন উপপরিচালক মো. আলমগীর (পিপিএম)। সার্বিক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। এ ঘটনায় তদন্ত কর্মকর্তা মো. আলমগীর ১২ মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে ৩১ মে সম্পূরক অভিযোগ দেওয়া হয়। ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়।

গত ১০ জুলাই শেখ হাসিনার মামলায় অভিযোগ গঠন করা হয়। এ মামলায় আগামী ৩ আগস্ট সূচনা বক্তব্য ও ৪ আগস্ট প্রথম সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।

৫ আগস্টের পর ট্রাইব্যুনালে গত ২৫ জুন পর্যন্ত ২৭টি মামলা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২০৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৭৩ জনকে। কারাগারে মৃত্যু হয়েছে এক আসামির।

ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।