লন্ডন: বিএনপি চেয়ারপার্সন ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া আগামী ১৪ মে, শনিবার বিকেলে লন্ডন পৌঁছাবেন। তার লন্ডন সফর নিয়ে যুক্তরাজ্য বিএনপি’র নেতাকর্মীদের কাটছে ব্যস্ত সময়।
হিথরো বিমানবন্দরে দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে দলীয় চেয়ারপার্সনকে স্বাগত জানানোর ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। বাংলাদেশ হাইকমিশন বিরোধী দলীয় নেত্রীকে প্রটোকল দেবে কি না, জানতে চাইলে হাইকমিশনের প্রেস মিনিস্টার রাশেদ চৌধুরী বাংলানিউজকে জানান, বিরোধী দলীয় নেত্রীর অফিস থেকে হাইকমিশনকে তার সফরের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। অফিসিয়ালি বিষয়টি জানানো হলে হাইকমিশন অবশ্যই প্রটোকল দেবে।
১৪ থেকে ২১ মে পর্যন্ত লন্ডনে অবস্থানকালে খালেদা জিয়া বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সাক্ষাৎলাভের জন্যে ব্যাপক চেষ্টা চালানো হলেও এখনও তা নিশ্চিত হয়নি। বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা থেকে ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সঙ্গে ঘনিষ্টভাবে সম্পর্কিত কয়েকজন বাংলাদেশি ব্যবসায়ীর মাধ্যমে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সূত্র জানায়, যুক্তরাজ্য বিএনপি’র প্রয়াত সভাপতি কমর উদ্দিন জীবিত থাকাকালেই কনজারভেটিভ পার্টির সাথে সম্পর্কিত এই ব্যবসায়ীদের সাথে মির্জা ফখরুলের এই যোগাযোগ ঘটিয়ে দিয়ে গিয়েছিলেন।
বিএনপি নেতা ও ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাবিহ উদ্দিন আহমদ ও বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমানও ডেভিড ক্যামেরনের সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের ব্যবস্থা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই দুই নেতা এরইমধ্যে লন্ডন এসে পৌঁছেছেন।
স্থানীয় সময় বুধবার বিকেলে পূর্ব লন্ডনের একটি হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে যুক্তরাজ্য বিএনপি’র পক্ষ থেকে দলীয় চেয়ারপার্সনের লন্ডন সফরের আনুষ্ঠানিক খবর জানানো হয় সাংবাদিকদের।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলম, সাবেক সভাপতি মহিদুর রহমান ও সাধারণ সম্পাদক এম এ সালাম দলীয় চেয়ারপার্সনের লন্ডন সফরের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন। তারা সাংবাদিকদের জানান লন্ডন অবস্থানকালে ব্রিটিশ সরকারের মন্ত্রী ও এমপিসহ বিরোধী দলীয় নেতাদের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোন্ কোন্ মন্ত্রী বা এমপি’র সাথে সাক্ষাত বা বৈঠক হবে এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত কিছু জানানো হয়নি।
১৫ই মে, রোববার যুক্তরাজ্য বিএনপি আয়োজিত একটি কর্মীসভায় বিএনপি চেয়ারপার্সনের বক্তব্য রাখার কর্মসূচির কথা জানালেও কর্মিসভার স্থান ও সময় সম্পর্কেও সাংবাদিকদের বিস্তারিত জানাতে চাননি যুক্তরাজ্য বিএনপি নেতারা।
তারা বলছেন নিরাপত্তার স্বার্থে দলীয় চেয়ারপার্সনের সফরের বিস্তারিত তথ্য এখনই তারা জানাতে চান না।
সাংবাদিকদের জানানো হয়, লন্ডন সফরকালে ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন খালেদা জিয়া। এদের মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শমসের মুবিন চৌধুরী, সাবিহ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় নেতা ডঃ ওসমান ফারুক, বিরোধী দলীয় নেত্রীর প্রেস সচিব মারুফ কামাল, সাংবাদিক শফিক রেহমান প্রমুখ।
এদের মধ্যে সাবিহ উদ্দিন আহমদ ও শফিক রেহমান এরই মধ্যে লন্ডন এসে পৌঁছেছেন বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়।
এদিকে, যুক্তরাজ্য বিএনপি’র পক্ষ থেকে খালেদা জিয়ার লন্ডন সফরের বিস্তারিত কিছু জানানো না হলেও বিভিন্ন সূত্রে জানা গেছে, লন্ডন অবস্থানকালে বিরোধী দলীয় নেত্রী ব্রিটিশ রাজনীতিকদের অনেকের সঙ্গেই বৈঠক করতে পারেন। এর মধ্যে ব্রিটেনের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিভাগের জুনিয়র মন্ত্রী অ্যালান ডানকানের সঙ্গে বৈঠক ও অলপার্টি পার্লামেন্টারি গ্র“পের একটি মধ্যাহ্নভোজে তার অংশগ্রহণের কর্মসূচি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে।
বিএনপি’র একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বাংলানিউজকে জানায় শনিবার লন্ডন পৌছার পর রোববার বিকেলে দলীয় কর্মীসভায় অংশগ্রহণ করবেন সাবেক প্রধানমন্ত্রী। ১৬ ও ১৭ মে সোম ও মঙ্গলবার দুই দিন ছেলে তারেক রহমানের সাথে একান্তে সময় কাটাবেন তিনি।
এছাড়া ১৮ই মে বুধবার হাউস অব লর্ডসে বিশিষ্ট মানবাধিকার নেতা, অল পার্টি পার্লামেন্টারি হিউম্যান রাইটস কমিটির ভাইস চেয়ার লর্ড অ্যাভিবারির সাথে একান্ত বৈঠক কর্মসূচি চূড়ান্ত হয়েছে বিরোধী দলীয় নেত্রীর। ১৯ মে, বৃহস্পতিবার হাউস অব কমন্সে অল পার্টি পার্লামেন্টারী গ্র“পের মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। ব্রিটিশ রাজনীতিক ও মন্ত্রী এমপিদের সাথে সাক্ষাৎ কর্মসূচির সুবিধার জন্যে এরই মধ্যে বিএনপি চেয়ারপার্সনের জন্যে হাউস অব কমন্সে একটি কক্ষও ভাড়া করা হয়েছে বলে জানায় ঐ সূত্র। ঐ কক্ষ বিএনপি চেয়ারপার্সনের অফিস হিসেবে ব্যবহৃত হবে। এখানেই ব্রিটিশ এমপি’রা এসে সাক্ষাৎ করাবেন বলে কথা রয়েছে বিরোধী দলীয় নেত্রীর সাথে।
ব্রিটেনব্যাপী বিক্ষোভ করবে আওয়ামী লীগ
এদিকে, বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপার্সনের লন্ডন সফরের প্রতিবাদে সারা ব্রিটেনব্যাপী বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ এনে এর প্রতিবাদে খালেদা জিয়ার সফরকালে দলের প্রতিটি শাখাকে যার যার এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দেয়া হয়েছে দলের যুক্তরাজ্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ বাংলানিউজকে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে খালেদা জিয়া সব চেষ্টাই করে যাচ্ছেন।
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া ও আইনের ত্রুটি এবং অভিযুক্তদের মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন তুলে বিদেশিদের দিয়ে এই বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করাতে ব্যর্থ হয়ে এখন তিনি আসছেন এই ষড়যন্ত্রের আন্তর্জাতিক কেন্দ্র লন্ডনে। ’
‘আমরা দেশবিরোধী কোনও ষড়যন্ত্রই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিতে চাই না বলেই খালেদা জিয়ার সফরের সময় ব্রিটেনব্যাপী প্রতিবাদ বিক্ষোভ করার কর্মসূচি নিয়েছি,’ বলেন সুলতান শরীফ।
বাংলাদেশ সময়: ১৩২০ঘণ্টা, ১২ মে, ২০১১