ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

সংসদে অর্থমন্ত্রী

কৃষি ব্যাংকের অনাদায়ী ঋণ ২৮ হাজার ৩০০ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
কৃষি ব্যাংকের অনাদায়ী ঋণ ২৮ হাজার ৩০০ কোটি টাকা

ঢাকা: কৃষি ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ ২৮ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। মঙ্গলবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদে মোহাম্মদ হাবিব হাসান এমপির এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী জানান, কৃষি ব্যাংকের অনাদায়ী ঋণের পরিমাণ ২৮ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ টাকা। এসব অনাদায়ী ঋণ আদায়ে ব্যাংক তার নিজস্ব নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।

বেগম লুৎফুন নেসা খান এমপির অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মেয়াদে ঋণ খেলাপীর দায়ে ২১৭ জনকে জেলে পাঠানো হয়েছে। ঋণ খেলাপীর দায়ে ১২ জন কৃষককে জেলে নেওয়ার ঘটনাটি (পাবনায়) বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের। এটি বাংলাদেশ ব্যাংকের আওতাভুক্ত কোনো তফসিলি ব্যাংক নয়। আদালতের এখতিয়ারভুক্ত ঋণ খেলাপির দায়ে জেলে পাঠানোর বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এমইউএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।