ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের পর্ষদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
ইসলামী ব্যাংকের পর্ষদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। বাংলানিউজকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন আইবিবিএলের একজন দায়িত্বশীল কর্মকর্তা।

এর আগে রোববার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত আইবিবিএলের ওয়েবসাইটে ভাইস চেয়ারম্যান হিসেবে মো. সাহাবুদ্দিনের নাম ছিল। সোমবার (১৩ ফেব্রুয়ারি) তার নাম সরিয়ে ফেলা হয়েছে।

এতে করে ব্যাংকের চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যানের বাইরে এখন পরিচালক রইলেন ১৬ জন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ভাইস চেয়ারম্যানের পদ ছিল দুটি। মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর এ পদে অপর ভাইস চেয়ারম্যান ও বিদেশি প্রতিনিধি ইউসুফ আব্দুল্লাহ আল রাজীই বহাল থাকছেন।

২০১৭ সালের জুনে আইবিবিএল’র পরিচালক নিযুক্ত হন মো. সাহাবুদ্দিন। পরে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নেন।

দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে আগামী ২৩ এপ্রিল অবসরে যাচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপরই এ পদের দায়িত্ব নেবেন মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
জেএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।