ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

একীভূত হতে সোনালী-ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি সই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মে ১২, ২০২৪
একীভূত হতে সোনালী-ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি সই

ঢাকা: রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসির সঙ্গে একীভূত হচ্ছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে ব্যাংক দুটির মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে।

রোববার (১২ মে) বাংলাদেশ ব্যাংকে এ সমঝোতা চুক্তি সই হয়।

সমঝোতা চুক্তি সই শেষে বাংলাদেশ ব্যাংকের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম বলেন, সোনালী ব্যাংকের সঙ্গে একীভূতকরণের ফলে ডেভেলপমেন্ট ব্যাংকের কোনো কর্মীর চাকরি হারানোর শঙ্কা নেই, বরং ব্যাংকটি আরও শক্তিশালী হবে।  

তিনি বলেন, আজকের চুক্তি রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটি একীভূত হওয়ার প্রথম পদক্ষেপ। এরপর অডিট ফার্ম নিয়োগের মাধ্যমে ব্যাংক দুটির মূল্যায়নের পরবর্তী কার্যক্রম শুরু করবে বাংলাদেশ ব্যাংক।

এ সময় ডেভেলপমেন্ট ব্যাংকের চেয়ারম্যান শামিমা নার্গিস বলেন, আমাদের চার সূচকের মধ্যে শুধু খেলাপি ঋণ আদায়ে দুর্বলতা আছে, সময় পাওয়া গেলে এ সমস্যাও কাটিয়ে ওঠা যেত। এখন বাংলাদেশ ব্যাংকের পরামর্শে একীভূত হতে হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে এ সমঝোতা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান গাজী। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক ও ডেভেলপমেন্ট ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, মে ১২, ২০১৪
জেডএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।