ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ব্যাংকিং

৪ জুলাই ব্যাংক বন্ধ থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
৪ জুলাই ব্যাংক বন্ধ থাকবে

ঢাকা: সরকারের নির্বাহী আদেশে ১ থেকে ৯ জুলাই ঈদের ছুটি ঘোষণা থাকায় ৪ জুলাই দেশের সব ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই (শনিবার) ব্যাংক খোলা থাকবে।



রোববার (২৬ জুন) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তবে শিল্প এলাকায় পোশাক শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া সুবিধার্থে ২ ও ৩ জুলাই ওইসব এলাকায় ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে।

এর আগে ২২জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করা হয়। ওই দিনের পরিবর্তে ১৬ জুলাই (শনিবার) অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯দিন (১-৯ জুলাই) ঈদের ছুটি পাচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।