ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

বিবিআইএন বিজনেস ফোরাম উদ্বোধন ১৪ জুলাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
বিবিআইএন বিজনেস ফোরাম উদ্বোধন ১৪ জুলাই

ঢাকা: বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) বিজনেস ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১৪ জুলাই। কলকাতার হোটেল লেলিট গ্রেট ইস্টার্ন-এ এই ফোরামের উদ্বোধন ও বিজনেস সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইন্ডিয়ান চেম্বার অব কমার্স’র সঙ্গে যৌথভাবে ফোরামের আয়োজন করছে এফবিসিসিআই ছাড়াও ভুটান চেম্বার অব কর্মাস এবং ফেডারেশন অব নেপাল চেম্বার অব কর্মাস।

সামিটে সার্কভুক্ত চারটি দেশের মধ্যে বিবিআইএন’র ধারণা দিতে এসব দেশের সরকার ও ব্যবসায়ীরা বিভিন্ন বিষয় তুলে ধরবেন।

সোমবার (২৭ জুন) এফবিসিসিআই ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের সভাপতি আবদুল মাতলুব আহমেদ।

তিনি বলেন, এতে দেশের অনেক শিল্প উদ্যোক্তাদের পাশাপাশি ২৫টি নারী চেম্বারের সভাপতি অংশ নেবেন। চারদেশের মধ্যে চলাফেরা ও যোগাযোগ সহজ করতে পারলে আমাদের এই উদ্যোগ সফল হবে।

এই এক্সপোতে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বিভিন্ন সভা সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রত্যেক দেশ তাদের পণ্যসামগ্রী নিয়ে এক ছাদের নিচে হাজির হবে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ট্রেড পলিসি এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে বাণিজ্য বাধা নিয়ে আলোচনা এবং এর সমাধানের পথ খোঁজা হবে, যোগ করেন এফবিসিসিআই সভাপতি।

১৫ জুলাই শিলিগুড়িতে শুরু হবে তিন দিনব্যপী বিবিআইএন বিজনেস শো। এতে থাকবে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের ৬০টি স্টল।

বিজনেস শো’তে অংশ নিতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের ২৬ হাজার টাকা ফি দিতে হবে।

বাংলাদেশ সময়: ০৬৩৯ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
এসই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।