ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

ব্যাংকিং

ন্যাশনাল ব্যাংকের ইজিএম-এজিএম অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, জুন ২৯, ২০১৬
ন্যাশনাল ব্যাংকের ইজিএম-এজিএম অনুষ্ঠিত

ঢাকা: বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ২১তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুন) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান জনাব জয়নুল হক সিকদার।

বিশেষ সাধারণ সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা ব্যাংকের অনুমোদিত মূলধন ১৭৫০ কোটি টাকা থেকে ৩০০০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন করেন। অপরদিকে বার্ষিক সাধারণ সভায় ২০১৫ সালে হিসাবের ভিত্তিতে ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেন।

সাধারণ সভায় ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার, মোয়াজ্জেম হোসেন, রিক হক সিকদার, রন হক সিকদার ও মাবরুর হোসেন, স্বতন্ত্র পরিচালক আনোয়ার হোসেন ও এ কে এম এনামুল হক শামীম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এফ এম শরিফুল ইসলাম, কোম্পানি সচিব ও উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ২৯, ২০১৬
এএটি/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।